অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশীর প্রত্যাবর্তন বিলম্বিত


সমুদ্র থেকে উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশী নাগরিকের মিয়ানমার থেকে দেশে ফেরা আবারও পিছিয়ে গেছে। বুধবার বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি’র সাথে মিয়ানমার কর্তৃপক্ষের পতাকা বৈঠকের পরে তাদের হস্তান্তরের কথা ছিল।

কিন্তু মিয়ানমারে বন্যার কারণে ওই দেশটির কর্তৃপক্ষ এই হস্তান্তর কাজ পিছিয়ে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। আগামী ১০ আগস্ট মিয়ানমার নতুন তারিখ নির্ধারণ করেছে বলেও কর্মকর্তারা জানান। প্রথম দফায় ৩০ জুলাই ওই ১৫৯ জন বাংলাদেশীর দেশে ফেরার দিন ধার্য ছিল। কিন্তু তখন ঘূর্ণিঝড় কোমেনসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পিছিয়ে ৫ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। এই পর্যন্ত মিয়ানমার থেকে ৩৪২ জন বাংলাদেশী দেশে ফিরে এসেছেন এবং এদের সবাইকে সমুদ্র পথে মালয়েশিয়ার যাওয়ার সময় সমুদ্র থেকে মিয়ানমারের নৌবাহিনী উদ্ধার করে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG