অ্যাকসেসিবিলিটি লিংক

উদ্ধারকৃত জাহাজে বাংলাদেশী রয়েছে বলে মিয়ানমারের দাবি


এ সপ্তার প্রথম দিকে আন্দামান সাগর থেকে ৭২৯ জন অভিবাসী বোঝাই যে নৌযানটি আটক করেছে মিয়ানমারের নৌবাহিনী তা মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্তে কাছে মিয়ানমারের মংদু শহরে রাখা হয়েছে । এরা সবাই বাংলাদেশী বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করলেও , এখন ও পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষকে কিছুই জানায়নি বলে বাংলাদেশ সীমানত রক্ষী বিজেবি সুত্রে জানানো হয়েছে।

এ দিকে ২২শে মে উদ্ধার করা দুই শতাধিক অভিবাসীর মধ্যে ২০৮ জনের একটি তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছিল মিযান্মারের পক্ষ থেকে । বাংলাদেশ কর্তৃপক্ষ ঐ তালিকা অসম্পুর্ণ বলে জানিয়ে দেয় ।

ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী বিসয়ক সংস্থা IOM এর একটি সুত্র বলছে ঐ তালিকা যাচাই বাছাই করে উদ্ধারকৃতদের বিষয়টি নিস্পত্তির চেষ্টা চলছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর টেলিফোন বার্তা :

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG