অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বাংলাদেশ রেল সংযোগের কার্যক্রম শুরু


বাংলাদেশ এবং ভারতের মধ্যে রেল সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়ার রেল পথ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে। দু’দেশের কর্মকর্তারা এ নিয়ে আলোচনা শেষ করেছেন এবং বর্তমানে নিজ নিজ দেশের চূড়ান্ত জরিপ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২০১৭ সালের মধ্যে রেললাইন স্থাপন কাজ শেষ হবে বলে কর্মকর্তারা বলেছেন। বাংলাদেশের আখাউড়ার সাথে ভারতের আগরতলার ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার এবং ভারতের অংশে ৫ কিলোমিটার।

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ হলে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের এক অংশের সাথে অপর অংশ অর্থাৎ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রেলপথে সংযুক্ত হবে। এদিকে, দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক রেল সংযোগ পরিকল্পনা, যা দিয়ে ভারতসহ এ অঞ্চলের অন্যান্য দেশের রেল সংযোগ সম্ভব হবে, সে প্রকল্পের আওতায় আখাউড়া-লাকসাম রেলপথ উন্নয়নসহ বাংলাদেশের রেলপথ উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলার ঋণ দেবে বলে এ সপ্তাহেই একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG