অ্যাকসেসিবিলিটি লিংক

নেপাল পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র


নতুন সংবিধান নিয়ে নেপালে টানা আন্দোলন চালাচ্ছে সে দেশের সমতল এলাকার মদেশিয় নাগরিকেরা। প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি অল্প দিনের ব্যবধানে দু বার নেপাল সফর ও নেপালের ভূমিকম্পের পর ভারত দ্রুত সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার পরে দুই প্রতিবেশির একেবারে আদর্শ সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু মদেশিরা ভারতের সঙ্গে সীমান্তে পথ অবরোধ করায় এ দেশ থেকে অত্যাবশ্যক সামগ্রী নেপালে ঢুকতে না পেরে সঙ্কট তৈরি হয়েছে। নেপালের সন্দেহ, এর পেছনে ভারতের হাত রয়েছে। সোমবার অবরোধ তোলবার সময় নেপালের পুলিশ গুলি চালালে মৃত্যু হয় এক ভারতীয় পর্যটকেরও। বিচলিত মোদি ফোন করেন নেপালের প্রধানমন্ত্রি কে পি ওলিকে।

ও দিকে ভারত ও চীনের মধ্যে বাফার দেশ নেপালে একটানা অশান্তিতে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রও। তার দুর্ভাবনা, এই সুযোগে চীন না নিজের প্রভাব বাড়ায় নেপালে। নেপালকে আমেরিকার পরামর্শ, শক্তিপ্রয়োগ করে নয়, আলোচনার মাধ্যমে মদেশিয়দের সঙ্গে সমস্যা মিটিয়ে নিক নেপাল।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG