অ্যাকসেসিবিলিটি লিংক

সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দলের প্রার্থীদের লক্ষ্য এভাঞ্জেলিকাল ভোটারদের সমর্থন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় শনিবার সাউথ ক্যারোলাইনার বিতর্কে রিপাবলিকান দলের প্রার্থীদের প্রধান লক্ষ্য এই রাজ্যের এভাঞ্জেলিকাল ভোটারদের সমর্থন আদায়।

আর সেই লক্ষ্যে আগের দিন শুক্রবার বেশ কয়েকজন প্রার্থী গ্রীনভিলস্থ বব জোনস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ফেইথ এ্যান্ড ফ্যামিলি’ ফোরামে অংশ নেন; যদিও এই দল থেকে এগিয়ে থাকা প্রার্থী ডনাল্ড ট্রাম্প ফ্লরিডার একটি অনুষ্ঠানে যোগ দেয়ায় এই ফোরামে আসেন নি।

ফ্লরিডার টেম্পায় দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করেন নিউ হ্যাম্পাশায়ারের তার জয়ের ধারা অব্যাহত থাকবে এবং ২০শে ফেব্রুয়ারী সাউথ ক্যারোলাইনা প্রাইমারীতেও তিনি জয়লাভ করবেন। জনমত জরিপে অবশ্য সাউথ ক্যারোলাইনায় ডনাল্ড ট্রাম্প অনেক এগিয়ে রয়েছেন।

ওদিকে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন, সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট ভোটার অধ্যুষিত রাজ্য সাউথ ক্যারোলাইনায় সংখালঘু সম্প্রদায়ের ভোটারদের সমর্থন আদায়ে বেশী নজর দিচ্ছেন।

XS
SM
MD
LG