অ্যাকসেসিবিলিটি লিংক

মালির উত্তরাঞ্চলে জঙ্গিরা জাতিসংঘের শান্তি রক্ষীদের উপর আক্রমণ চালিয়েছে


কর্মকর্তারা জানাচ্ছেন মালির উত্তরাঞ্চল কিদালে জঙ্গিরা জাতিসংঘের ঘাঁটিতে রকেট আক্রমণ চালিয়েছে যাতে জাতিসংঘের দু জন শান্তি রক্ষী এবং একজন অসামরিক কন্ট্রা্ক্টর প্রাণ হারিয়েছে।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একজন মুখপাত্র বলেন আজ ভোরের ঐ আক্রমণে অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

তবে এই আক্রমণের জন্য কারা দায়ি সে সম্পর্কে কিছু জানা যায়নি। গত সপ্তায় বামাকোর একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় ১৯ জন প্রাণ হারায়।

পশ্চিম আফ্রিকার দুটি জঙ্গিবাদী গোষ্ঠি , আল কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব এবং তার সম্পৃক্ত সংগঠন আল মুরাবিতোঁ , র‍্যাডিসন ব্লু হোটেলে ২০ শে নভেম্বরের ঐ হামলার দায় যৌথ ভাবে স্বীকার করে।

মালিতে বিশেষ বাহিনী ঐ হোটেল হামলার সঙ্গে জড়িত দু জনকে গ্রেপ্তার করে।

XS
SM
MD
LG