অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মন্তব্য


বর্মার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা দ্বিমুখি বলে বাংলাদেশ জাতিয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান যে মন্তব্য করেছেন তারই ব্যাখ্যা চাওয়া হলে তিনি জানান , বিশেষ কোনো রাষ্ট্রের দিকে অঙ্গুলি নির্দেশ তাঁর লক্ষ ছিলো না , তবে , সার্বিকভাবে এটাই যে পশ্চিমা দুনিয়ার আচরন সেটা তিনি পরিস্কার করে বলেছেন । ডক্টর মিজানুর রহমান বলেন - সাম্প্রদায়িক কোনো বিষয় নয় , এটা নিছকই মানবাধিকার লংঘনের ইস্যু । এ প্রসঙ্গে তিনি বর্মার বিরোধি দলিয় নেত্রি অন সান সূ চীর সাম্প্রতিক ভারত সফরকালে দেওয়া মন্তব্যে দু:খ প্রকাশ করে বলেন - নোবেল পুরস্কার বিজয়ি নেত্রির কাছ থেকে এটা আশা করা যায়নি । বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন - বর্মার ১৯ শ’ ৮২ সালের প্রণীত সংবিধান রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টিকে জটীল করে তুলেছে ।
please wait
Embed

No media source currently available

0:00 0:05:00 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG