অ্যাকসেসিবিলিটি লিংক

নিষেধাজ্ঞা এবং তেলের দাম পড়ে যাওয়ায় রুশ অর্থনীতি হুমকির মুখে


রাশিয়ার অর্থমন্ত্রী বলছেন, পশ্চিমের নিষেধাজ্ঞা এবং জ্বালানী তেলের মূল্য হ্রাস পাওয়ার কারণে, রাশিয়ার প্রতি বছর ১০ হাজার কোটি ডলারেরও বেশি লোকসান হচ্ছে।

মস্কোর একটি অর্থনীতি ফোরামে, সোমবার অ্যান্টন সিলুয়ানফ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে, রাশিয়ার বছরে প্রায় ৪ হাজার কোটি ডলারের লোকসান হতে পারে।

ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার কারণে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে। পূর্ব ইউক্রেনের বৈরিতায় কোন রকম সংশ্লিষ্টতার কথা রাশিয়া অস্বীকার করে এসেছে। পূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি চুক্তি উপেক্ষা করে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা প্রায়শই ইউক্রেনের সরকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

ওদিকে জ্বালানী তেলের মূল্য হ্রাস পেয়েছে ৩০ শতাংশ। এবং মিঃ অ্যান্টন সিলুয়ানফ বলছেন, এজন্যে রাশিয়ার লোকসানের হার বার্ষিক ১০ হাজার ডলারে গিয়ে ঠেকতে পারে।

ওদিকে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার মুদ্রার মূল্যমান পড়ে যাওয়া প্রসঙ্গে রোববার, টাস সংবাদ সংস্থাকে প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুটিন বলেছেন, এর বিরূপ প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়বে, তবে, তা মারাত্মক কিছু নয়।

XS
SM
MD
LG