অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত সৌদি আরবের


সৌদি আরবে কর্মসংস্থান প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় প্রাপ্ত খবর অনুযায়ী, ওই সব প্রতিষ্ঠান দাবি করেছে বাংলাদেশ থেকে যতো সংখ্যায় গৃহকর্মী যাওয়ার কথা ছিল তা কমে যাওয়ায় তাদের খরচ বেড়ে গেছে বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বলছেন, গৃহকর্মী নিয়ে যাওয়ায় নির্ধারিত খরচ ১ হাজার ডলার থেকে বেড়ে ১ হাজার ৮শ ডলার হওয়াসহ অন্যান্য খরচও বেড়েছে। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের নারীরা সৌদি আরবে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ ব্যাপারে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সরকারী প্রতিষ্ঠান বৈদেশিক কর্মসংস্থান বিভাগের মহাপরিচালক আবদুল হান্নান। এদিকে, বেসরকারি রিক্রুটিং এজেন্সি বায়রা’র প্রধান আবুল বাশার বলেন, বিমান ভাড়াসহ সব খরচই বেড়ে গেছে।
সৌদি আরব বাংলাদেশ থেকে ৫ লাখ গৃহকর্মী নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু এতে সাড়া মিলেছে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG