অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবের হজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জন ভারতীয়ের


সৌদি আরবের হজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জন ভারতীয়ের। তার মধ্যে নয় জনই গুজরাট রাজ্যের বাসিন্দা ছিলেন। দেশের বিদেশমন্ত্রি সুষমা স্বরাজ জানিয়েছেন, এ ছাড়াও হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন ১৩ জন ভারতীয়। এ দিকে শুক্রবারের ইদ উতসবকে ঘিরে ভারতে নানান ভাল-মন্দ ঘটনা। উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে এই প্রথম মুসলিমদের মধ্যে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ এ দিন একত্রে ইদের উপাসনা করলেন। অথচ, দুই গোষ্ঠীর মানুষের মধ্যে এত দিন নিত্য বিবাদ ও রক্তপাত লেগেই ছিল। অন্য দিকে, দেশের কয়েকটি রাজ্য সরকার যে কোনও রকম গো-হত্যা নিষিদ্ধ করে দেওয়ায় শুক্রবার সেখানে গো-কোরবানি সম্ভব হয় নি। জম্মু-কাশ্মির রাজ্যে এই নিষেধাজ্ঞা নিয়ে প্রবল উত্তেজনা থাকায় শুক্রবার ও শনিবার উত্তেজনা নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। আবার, কয়েক দিন আগে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে যে কোনও ধর্মাচরণের অংশ হিসেবে পশুহত্যা নিষিদ্ধ ঘোষণা করবার জন্য। অর্থাত, তেমন হলে হিন্দুদের পাঁঠাবলি থেকে মুসলিমদের গো-কোরবানি, বন্ধ হয়ে যাবে সবই।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG