অ্যাকসেসিবিলিটি লিংক

নিউটাউনে ৩ শিশুকে সমাধিস্থ করা হয়, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে বিতর্ক আলোচনা


যুক্তরাষ্ট্রের কানেটিকাট রাজ্যের নিউটাউনে ৬বছরের ৩ শিশুকে সমাধিস্থ করা হয়। গনহত্যাযজ্ঞের যারা শিকার হন ওই তিন শিশু ছিল তাদের মধ্যে। এই গনহত্যাযজ্ঞের পর আগ্নেয়াস্ত্রের সহিংসতা এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন বিষয়ে নতুন করে বিতর্ক আলোচনা শুরু হয়েছে।

গত শুক্রবার একটি প্রাথমিক স্কুলে এক বন্দুকধারী যখন গুলিবর্ষণ করে তখন ২৬ জন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ও ছাত্রছাত্রী নিহত হয়।

কর্তৃপক্ষ মনে করেন বন্দুকধারী স্কুলে যাওয়ার আগে তার মাকে হত্যা করে। বন্দুকধারী স্কুলে পরে আত্মহত্যা করে। তদন্তকারীরা নির্ধারন করতে চেষ্টা করছেন কেন ওই ব্যাক্তি হত্যাযজ্ঞ চালায়।

বুধবার প্রেসিডেন্ট বারাক ওবামা, কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন সামরিক যুদ্ধে ব্যবহার যোগ্য অ্যাসল্ট অস্ত্রের উপর সাধারণ্যে ব্যবহারের উপর যে নিশেধাজ্ঞা ছিল এবং যা ২০০৪ সালে বাতিল হয়ে যায়, তা পুনরায় আরোপ করার জন্য।
XS
SM
MD
LG