অ্যাকসেসিবিলিটি লিংক

স্কটল্যান্ড স্বাধীন হলে অর্থনীতির জন্য হবে মারাত্মক বিপর্যয়ের ব্যাপার: গর্ডন ব্রাউন


বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গনভোটের সময় যতো এগিয়ে আসছে এর বিরোধীপক্ষ বলছে হ্যা ভোট জিতলে তা অর্থনীতির জন্য হবে মারাত্মক বিপর্যয়ের ব্যাপার।

সর্বশেষ জনমত জরিপের ফলাফলে দেখা যায় স্বাধীনতার পক্ষের ভোটারের সংখ্যাই বেশী। স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে থাকা সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন হ্যা ভোটের ফলে কি ধরণের ক্ষতি হবে সে সম্পর্কে বলতে গিয়ে বলেন:

“এতে অন্যান্য নানা রকম প্রভাব পড়বে। যুক্তরাজ্যের মুদ্রার যে সুবিধা আমরা পাচ্ছি হ্যা জয়ী হলে তা থেকে বঞ্চিত হবো। সত্যিকার অর্থে ১০ লক্ষ যে চাকরূ যুক্তরাজ্যের সদস্য হওয়ার কারনে রয়েছে তা থাকবে না"।

স্বাধীনতা পন্থী স্কটিশ সরকার বলেছে স্কটল্যান্ড বৃটিশ মুদ্রা পাউন্ড অব্যাহত রাখবে।তবে বৃটিশ সরকার একই মুদ্রা রাখার বিপক্ষে।

XS
SM
MD
LG