অ্যাকসেসিবিলিটি লিংক

বিধ্বস্ত এয়ার এশিয়ার সন্ধান কাজে সাগরতলে আরও কিছু নমৃনা


এয়ার এশিয়ার বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ সন্ধানী ইন্দোনেশিয়ার টিম জাভা সাগরের প্রায় ৩০ মিটার গভীরে দুটি বড় বস্তুর সন্ধান পেয়েছে । তা ছাড়া পানির ওপরে তেলের আস্তরণ ও দেখা গেছে।

এই সন্ধান তৎপরতার প্রধান বোমবাং সোয়েলিসতিও শনিবার সংবাদদাতাদের বলেন যে সন্ধানকারীরা দূর-নিয়ন্ত্রিত পানির তলার জলযানের মাধ্যমে ঐ বস্তুগুলোর ছবি তোলার চেষ্টা করছেন , যা কী না , বিমানেরই ধ্বংসাবশেষ হতে পারে।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বলছেন যে এ পর্যন্ত তিরিশটি মৃতদেহ পাওয়া গেছে এবং এর বেশির ভাগই সন্ধান করেছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর জাহাজ । দ্য এয়ার বাস A320 , ১৬২ জন আরোহী সহ গত রোববার নিখোঁজ হয়ে যায়।

আজ এর সন্ধান কাজ আরও বাড়ানো হয় কারণ কর্তৃপক্ষ বলছে যে ধ্বংসাবশেষ দক্ষিণের বোর্নিও উপকুল পর্যন্ত ভেসে গেছে।

আবহাওয়াবিদরা বলছেন যে প্রচন্ড বৃষ্টি এবং বাতাসের জন্যে সমুদ্রে উত্তাল ঢেউ রয়েছে যার ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে এবং এই অবস্থা রোববার পর্যন্ত চলতে পারে।

XS
SM
MD
LG