অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা সন্ধানী জাহাজ মালায়েশীয় বিমান বিষয়ক সংকেত পেয়েছে


চীন আজ বলেছে যে মালায়েশিয়ান এয়ারলাইনস এর নিখোঁজ ফ্লাইট MH370 ‘র সন্ধানকারী তাদের একটি জাহাজ ভারত মহাসাগরের দক্ষিনাঞ্চলে রেডিও পালস বা যাকে পিং বলা হয় সেটি খুজে পেয়েছে । এটি এরকম এক ধরণের সঙ্কেত যা কী না নিখোঁজ জেট বিমানের flight data recorder থেকেই হয়ত এসে থাকবে।

সেটা নিশ্চিত হলে , বিশেষজ্ঞরা বলছেন এই নতুন সঙ্কেত ঐ হারিয়ে যাওয়া বিমানটাকে কেন্দ্র করে রহস্য অবসানের প্রচেষ্টায় বড় রকমের অগ্রগতি হতে পারে।

চীনের শিনহোয়া বার্তা সংস্থা বলছে যে ঐ পালসটি সেকেন্ডে ৩৭.৫ কিলোহার্টস হারে শোনা গেছে , যা কীনা ফ্লাইট ডেটা রেকর্ডারের পানির তলার যথার্থ আন্তর্জাতিক রেডিও ফ্রিকুয়েন্সি।
XS
SM
MD
LG