অ্যাকসেসিবিলিটি লিংক

সোচিতে শেষ হলো শীতকালীন অলিম্পিক


রোববার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে, রাশিয়ার সোচিতে এবারের মত শীতকালীন অলিম্পিকের ইতি টানা হলো। অলিম্পিক স্টেডিয়ামের আতশবাজির আলোতে আলোকিত হয়ে উঠেছিল রাতের আকাশ।

এই অলিম্পিক ছিল শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক। এই আয়োজনে ব্যয় হয়েছে ৫ হাজার কোটি ডলারের ওপরে। কোন রকম বিপত্তি ছাড়াই অলিম্পিক সমাপ্ত হয়েছে, যদিও অলিম্পিক শুরুর মাত্র ১৭ দিন আগেও সেখানে সন্ত্রাসী হামলার তীব্র আশঙ্কা ছিল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেণ্ট টমাস বাখ, তাঁর বক্তব্যে আয়োজক শহরের প্রশংসা করেন।

এই অলিম্পিকে পদক তালিকায় শীর্ষে ছিল, রাশিয়া, তারা সর্বমোট ৩৩টি পদক পেয়েছে যার ১৩টি স্বর্ণপদক। এর পরই পদকতালিকায় নরওয়ে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র ৩য় অবস্থানে রয়েছে।

২০১৮ সালের শীতকালীন অলিম্পক অনুষ্ঠিত হবে, দক্ষিণ কোরিয়ায়।
XS
SM
MD
LG