অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন কোরিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত


দক্ষিন কোরিয়ায় , বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে পার্ক গূন হেহ্ জয়ি হয়েছে এবং ইনিই হবেন এখন দেশটির প্রথম নারী রাষ্ট্র প্রধান । জাতিয় নির্বাচন কমিশনের তরফে রক্ষণশীল মিয পার্ককে নিশ্চিতভাবে জয়ি বলে ঘোষনা দেবার পর পরই তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী মূন জায়-ইন পরাজয় স্বীকার করে বক্তব্যের অবতারনা করেন ।
মিয পার্কের বয়স এখন ষাইট বছর – পাঁচবার তিনি সংসদ বিধায়ক নির্বাচিত হন – দক্ষিন কোরিয়ার সাবেক স্বৈরশাষক পার্ক চুং হির কন্যা ইনি । এঁর সঙ্গে এঁরই উদারপন্থী , মানবাধিকার আইনজিবী প্রতিদ্বন্দীর নির্বাচনী লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে । মিয পার্কের বাবার শাসনামলে ইনি একবার কারারুদ্ধও হয়েছিলেন । তুহিন তীক্ষ্ণ শিতের মধ্যেও লোকজন লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবার । গত দু’টি প্রেসিডেন্ট নির্বাচনে এতো লোক ভোট দেয় নি ।
XS
SM
MD
LG