অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালী কর্মকর্তারা বলেছেন বিমানে বিস্ফোরণে নিহত ব্যক্তিকে বিমান যাত্রার আগে ল্যাপটপ দেওয়া হয়


A gaping hole is visible in the side of a plane operated by Daallo Airlines as it sits on the runway of the airport in Mogadishu, Somalia, Feb. 2, 2016.
A gaping hole is visible in the side of a plane operated by Daallo Airlines as it sits on the runway of the airport in Mogadishu, Somalia, Feb. 2, 2016.

সোমালী সরকারি কর্মকর্তারা শনিবার বলেছেন বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে সামরিক পোশাক পরা দুই ব্যক্তি এক যাত্রীর হাতে একটি ল্যাপটপ কম্পিউটার দিচ্ছেন ।

ওই যাত্রী মঙ্গলবার যে যাত্রীবাহী বিমানে বোমা বিস্ফোরিত হয় সেটিতে নিহত হন।

চলতি সপ্তাহে সোমালিয়ায় সংঘঠিত বিমানে বিস্ফোরনের ঘটনায় জড়িত সন্দেহে কর্তৃপক্ষ শনিবার ৫ জনকে গ্রফতার করেছে। ঐ ঘটনায় একজন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছিল।

মোগাদিসুতে এক সংবাদ সম্মেলনে দেশটির বিমান মন্ত্রী আলি আহমেদ জাংগালী বলেন ঐ বিস্ফোরনটি যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারনে হয়নি এবং তা যে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে করা হয় সে বিষয়টি ষ্পষ্ট হয়েছে।

জিবুতির উদ্দেশ্যে ৭৪জন যাত্রী নিয়ে রওনা হওয়া Flight 159 এর পাইলট ঐ বিস্ফোরনের ফলে সেদিন জরুরী অবতরণে বাধ্য হয়েছিলন।

কর্তৃপক্ষ জানায় গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে মোগাদিসু বিমানবন্দরের কর্মী এবং দাল্লো এয়ারলাইন্সের কর্মকর্তা রয়েছে।

XS
SM
MD
LG