অ্যাকসেসিবিলিটি লিংক

সুইস অভিশংসকরা ফিফা বিশ্ব কাপ প্রতিযোগিতা সংশ্লিষ্ট সম্ভাব্য ৫৩ টি কালো টাকা সাদা করার ঘটনা, তদন্ত করে দেখছেন


Swiss Attorney General Michael Lauber, center, speaks to media following a news conference in Bern, Switzerland, June 17, 2015.
Swiss Attorney General Michael Lauber, center, speaks to media following a news conference in Bern, Switzerland, June 17, 2015.

সুইস অভিশংসকরা, ২০১৮ এবং ২০২২ ফিফা বিশ্ব কাপ প্রতিযোগিতা সংশ্লিষ্ট সম্ভাব্য ৫৩ টি কালো টাকা সাদা করার ঘটনা, তদন্ত করে দেখছেন।

সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাওবার বুধবার বলেছেন যে সুইটজারল্যান্ডের কালো টাকা সাদা করা দমনের সতর্কতা ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো ওই বিষয়ে খবর দিতে পেরেছে। তিনি বলেন ব্যাংকগুলো কালো টাকা সাদা করার ঘটনার বিষয়ে জানিয়ে তাদের দায়িত্ব পালন করেছে। তিনি সতর্ক করে দেন যে এইসব ঘটনাবলি ব্যাপক এবং জটিল।

লাওবার সাংবাদিকদের বলেন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার কে জিজ্ঞাসাবাদ করার বিকল্পটি তিনি এখনও বাদ দিচ্ছেননা। Blatter, কেলেংকারীর প্রেক্ষিতে ইতিমধ্যেই তার পদ থেকে সরে দাড়াতে সম্মত হয়েছেন।

XS
SM
MD
LG