অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ে আলোচনার জন্য শান্তিদূত এখন মস্কোতে


জাতিসংঘ-আরব লীগের শান্তিদূত সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সংগে দেখা করেছেন।

শনিবার মস্কোতে মিষ্টার লাখদার ব্রাহিমী মিষ্টার সের্গেই লাভ্রোভের মধ্যে বৈঠকে শান্তিদুতের সংগে সম্প্রতি সিরিয় প্রেসিডেন্ট আসাদ এবং সিরিয়ার বিদ্রোহীদের আলোচনার প্রসংগটি উত্থাপিত হয়।

মিষ্টার ব্রাহিমী বলেন, সিরিয়ার সামনে এখন দু’টি পথ খোলা আছে – হয় নরকের পথগামী হওয়া, আর নয়ত রাজনৈতিক প্রক্রিয়ার সংগে সম্পৃক্ত হওয়া। তিনি বলেন, সারা বিশ্বকে এখন রাজনৈতিক প্রক্রিয়াকে চালু রাখতে অব্যাহতভাবে কাজ ক’রে যেতে হবে।

তবে দুই নেতা তাঁদের বৈঠকে সিরিয়ার ২১ মাসের সঙ্ঘাত নিরসনে কোন লক্ষ্যনীয় অগ্রগতিতে পৌঁছুতে পেরেছেন কিনা, তা স্পষ্ট নয়।

জাতিসঙ্ঘ-আরব লীগের শান্তিদূত বলেন, লড়াই দামেষ্কে ছড়িয়ে গেলে সিরিয় সঙ্ঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করতে পারে, আর তা হলে শরনার্থী সংকট আরো গুরুতরো রূপ নিতে পারে।

এসপ্তাহে মিষ্টার ব্রাহিমী সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবার আগে সেদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার আহবান জানান। ওদিকে মিষ্টার লাভ্রোভ শুক্রবার সিরিয়ার বিরোধী দলের সংগে আলোচনার জন্য সেদেশের উপ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করেন।
XS
SM
MD
LG