অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তি আলোচনা বর্জন করার হুমকী দিয়েছে সিরিয়ার সরকার পক্ষ


শনিবারের মধ্যে দু’পক্ষের বিশদ আলোচনা শুরু না হলে শান্তি আলোচনা বর্জন করার হুমকী দিয়েছে সিরিয়ার সরকার পক্ষ।

জিনিভায় শুরু হওয়া শান্তি আলোচনার প্রথম দিন শুক্রবার দু’পক্ষ মুখোমুখী হতে ব্যর্থ হওয়ার পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারের পক্ষ থেকে দেয়া বক্তব্যে এ হুমকী দেয়া হয়।

সরকার এবং বিদ্রোহী নেতৃবৃন্দের সঙ্গে পৃথক পৃথক ঘরে বৈঠক হয়েছে, জাতিসংঘের শান্তি আলোচক লাখদার ব্রাহিমির। দু’পক্ষের কারো মধ্যেই সমঝোতার কোনো লক্ষণ প্রকাশ পায়নি এবং দু’পক্ষই বুধবার ‘মন্ত্রকে’ শুরু হওয়া এই শান্তি আলোচনা বর্জনের হুমকী দিয়েছে।

বিদ্রোহীরা বলেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ না করা পর্যন্ত তারা সিরিয়ান সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতায় আসবে না। অপরদিকে বিদ্রোহীরা সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে, এই অভিযোগ করে প্রেসিডেন্ট আসাদ পদত্যাগের ব্যপারে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা বলেন, জিনিভা বৈঠক বাতিল হয়নি। তিনি বলেন জাতিসংঘ শান্তি আলোচক লাখদার ব্রাহিমি ত্রিপক্ষীয় আলোচনার পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন, তবে প্রস্তুতিতে কিছুটা সময় ক্ষেপন হচ্ছে।
XS
SM
MD
LG