অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার শরণার্থীদের সাহায্য করার জন্য বার্লিনে বৈঠকে বসেছে


Kurdish refugees from the Syrian town of Kobani share bread in a camp in the southeastern town of Suruc, Sanliurfa province, Oct. 17, 2014.
Kurdish refugees from the Syrian town of Kobani share bread in a camp in the southeastern town of Suruc, Sanliurfa province, Oct. 17, 2014.

সিরিয়ার প্রতিবেশি দেশগুলোকে সাহায্য করার জন্য, ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা, মঙ্গলবার বার্লিনে বৈঠকে বসেছেন। কয়েক বছর ধরে চলা যুদ্ধে বিপুল সংখ্যক শরনার্থী যে সিরিয়া থেকে প্রতিবেশি দেশগুলোতে গেছে তা মোকাবেলায় সাহায্য করাই এই বৈঠকের লক্ষ্য।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুডে সতর্ক করে দিয়েছেন যে এত বেশি অতিরিক্ত মানুষের চাহিদা মেটানোর সঙ্গে পাল্লা দিয়ে চলতে, তার কথায় হোতা দেশগুলো ক্লান্ত হয়ে গেছে।

৩০ লক্ষের বেশি সিরিয়ান শরনার্থীকে জাতিসংঘ তালিকাভুক্ত করেছে। তুরস্ক ও লেবানন পৃথক ভাবে ১০ লক্ষের বেশি মানুষকে স্থান দিয়েছে। ওদিকে জর্ডান, ইরাক ও মিসর আরও লক্ষ লক্ষ মানুষকে জায়গা দিয়েছে।

XS
SM
MD
LG