অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ তদন্ত কমিশনের সদস্য , সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে বলছেন ।




সিরিয়া সংঘাত সম্পর্কিত জাতিসংঘের তদন্ত কমিশনের একজন সদস্য , আন্তর্জাতিক অপরাধ আদালত বা আই সি সি ‘কে , সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে বলছেন। এই কমিশনের সর্ব সাম্প্রতিক রিপোর্টটি প্রকাশিত হবার পর ততদন্তকারী কার্লা দেল পন্টা সংবাদদাতাদের বলেন যে এখন সময় এসছে , জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ ব্যাপারে সুবিচার করার । ঐ কমিশনের প্রতিবেদনে অসামরিক লোকদের গণহত্যা করা সহ সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্যে সিরিয়ার সামরিক বাহিনী এবং সশম্ত্র বিদ্রোহী উভয়কেই দায়ী করা হয়েছে। তবে এতে জোর দিয়েই বলা হয়েছে যে সরকারই হচ্ছে এই ধরণের ঘটনার প্রধান হোতা , যার মধ্যে রয়েছে ইচে।ছমতো গ্রেপ্তার করা , হত্যা , নির্যাতন ও ধর্ষণ করা।
সিরীয় সরকার এবং বিদ্রোহী গোষ্ঠিগুলো আজ প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে কোন মন্তব্য করেনি।
জাতিসংঘের তদন্ত কমিশন আগামি মাসে সেই সব ব্যক্তি বা সমষ্টির নামের তালিকা মানবাধিকার দপ্তরে পেশ করবে , যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তবে এই তলিকা প্রকাশ করার কোন পরিকল্পনা নেই।
XS
SM
MD
LG