অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বিদ্রোহীরা বন্দীমুক্তির বিনিময়ে আটক ইরানিদের মুক্তি দিয়েছে


গত বছর অগাস্ট মাসের গোড়া থেকে সিরীয় বিদ্রোহীদের হাতে আটক ৪৮ জন ইরানী পণবন্দী মুক্তি পাবার পর দামেস্কের একটি হোটেলে এসে পৌছেছে। যার বদলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সিরীয় সরকারের হাতে আটক ২০০০ বন্দীকে ছেড়ে দেওয়া হচ্ছে।

তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই বন্ধ বিনিময় দামেস্ক , লাতাকিয়া , হমস ইদলিব এবং আলেপ্পো সহ সিরিয়ার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়।
তুরস্কের সাহায্য সংস্থা Humanitarian Relief Organization এই বিনিময়ে সমন্বয় করছে এবং এ ব্যাপারে কয়েক মাস ধরে কুটনৈতিক তৎপরতার পর এই ঘটনাটি ঘটে।


বিদ্রোহীরা অগাস্ট মাসে দামেস্কে ইরানিদের আটক করে এবং এই অভিযোগ আনে যে তারা ইরানের রিভোলিউশানারী গার্ডেরই অংশ , যারা তাদের ওপর নজরদারি করছিল। ইরান এই দাবি অস্বীকার করেছে এবং বলছে যে বন্দীরা ধর্মীয় জিয়ারতকারী।

ইরান হচ্ছে সিরিয়ার সব চেয়ে শক্তিশালী আঞ্চলিক মিত্র রাষ্ট্র।
এ দিকে রুশ সংবাদ মাধ্যম বলছে যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা শুক্রবার জিনিভিায় সিরিয়া বিষয়ক জাতিসংহ ও আরব লীগের দূত লাখদার ব্রাহিমির সঙ্গে বৈঠক করবেন।
XS
SM
MD
LG