অ্যাকসেসিবিলিটি লিংক

মুল্লা ওমরের মৃত্যুর খবর সম্পর্কে অবহিত পররাষ্ট্র দফতর বলছে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য না করেই ঐ মৃত্যু সংবাদ যথার্থই বলে মনে হচ্ছে


আফগান তালেবান ও পাকিস্তানে আফগান সরকারের সঙ্গে আসন্ন শান্তি আলোচনায় যোগদান করবে জঙ্গি গোষ্ঠীর যারা সেই তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনি মহলের সূত্রে বলা হচ্ছে তালেবান নেতা মুল্লা ওমরের মৃত্যু সংবাদ সঠিক নয়।

তালেবান মুখপাত্র ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- তাদের নেতা বহাল তবিয়তে জিবীত রয়েছেন এবং তাঁকে গোপন আস্তনা থেকে বের করতেই- ইচ্ছাকৃতভাবে এটা রটানো হচ্ছে। বাংলা বিভাগের তরফ থেকে ভয়েস অফ এ্যামেরিকার উর্দু বিভাগকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান- উর্দু সার্ভিসের পাকিস্তান সংবাদদাতা এ ব্যাপারে পাকিস্তান পররাষ্ট্র দফতরকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা এ জিজ্ঞাসার কোনোই উত্তর দেননি ।

ভয়েস অফ এ্যামেরিকার তরফে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাঁরা জানান- মুল্লা ওমরের মৃত্যু সম্পর্কিত খবরাখবর সম্পর্কে আমরা অবহিত রয়েছে। এ ব্যাপারে নির্দিষ্টভাবে কোনো মন্তব্য না করেই আমরা মনে করি মৃত্যু সংবাদ তাঁর যথার্থই।

XS
SM
MD
LG