অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: ৩২ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech ‘এর কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষণ বা adjective এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।

আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk2US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি , আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:

শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।

আনিস : মনে আছে নিশ্চয়ই গত অনুষ্ঠানে আমরা Past Participle Adjective নিয়ে কথা বলেছিলাম ....

শতরূপা : হ্যাঁ তার মানে আপনি বলেছিলেন যে সব Past Participle verb , Adjective হিসেবে ব্যবহার করা হয় সে সম্পর্কে।

আনিস : ঠিকই বলেছো শতরূপা . Example গুলো মনে আছেতো তোমার ?

শতরূপা : হ্যাঁ , যেমন , closed door, broken glass, hidden agenda , wounded person , written document , spoken English ইত্যাদি

আনিস : আমরা আরও কিছু বিষয় শিখেছিলাম । মনে আছে তোমার , শতরূপা?

শতরূপা : হ্যাঁ আমরা শিখেছিলাম যে কোন কোন Noun বাক্যে Adjective হিসেবে ব্যবহার করা যায়। আবার আমরা Compound Adjective ও শিখেছিলাম।

আনিস : Noun যে Adjective হিসেবে ব্যবহার করা যায় , তার কয়েকটা উদাহরণ দাওতো।

শতরূপা: যেমন, Picture Frame, Lunch box, Key Ring, CD Player, hair Dryer, pencil sharpener , fire extinguisher.

আনিস : একদম ঠিক হয়েছে। তোমারতো দেখছি সবই মনে আছে । এ ধরণের আরও অনেক Adjective রয়েছে । এবার শতরূপা , গত সপ্তায় আমরা যে শিখেছিলাম Compound Adjective , সেটারও কয়েকটা উদাহরণ ঝালাই করে নেওয়া যাক।

শতরূপা : নিশ্চয়ই Compound Adjective গুলোর example হচ্ছে , five -year plan; a three-year warranty; a ten-minute discussion

আনিস : হ্যাঁ বোঝা গেল , একটি Noun কে যখন একাধিক Adjective qualify করে , তখন সেই একগুচ্ছ Adjective কে Compound Adjective বলা হয়। তবে এবার আজকের বিষয়ের ওপর নজর দেওয়া যাক। তার আগে শতরূপা , একবার Adjective ‘এর সংজ্ঞাটা বুঝে নেওয়া যাক ।

শতরূপা : খুব সহজ করে বললে বলতে হয়, An adjective describes a Noun or a Pronoun.

আনিস : হ্যাঁ । আর এই description ‘এ Noun ‘এর দোষ, গুণ , বর্ণ , গন্ধ , সংখ্যা , আকৃতি, ওজন , দৈর্ঘ্য সবটাই চলে আসে। আজকে আমরা দেখবো একজন ব্যক্তিকে কতভাবে বর্ণনা করা যায়। আচ্ছা শতরূপা তোমার যে কোন এক বন্ধুকে describe করোতো ইংরেজিতে ।

শতরূপা : My friend is very happy .

আনিস : হ্যাঁ , ঠিক হয়েছে। ধরো একটা কোন বিশেষ পরিস্থিতিতে , তুমি বলছো যে তোমার বন্ধু খুব খুশি। এবার তোমার বাবাকে একটু describe করোতো।

শতরূপা : My father is busy person.

আনিস : বাঃ এটাও ঠিক হয়েছে। সাধারণ ভাবে তুমি তোমার বাবাকে describe করলে । আচ্ছা তোমার মাকে কি ভাবে describe করবে বলোতো ?

শতরূপা : My mother is always worried about my little brother .

আনিস: এবার তোমার সেই ছোট ভাইটিকে describe করোতো দেখি ।

শতরূপা : My little brother is very naughty.

আনিস : আর তোমার নিজেকে ?

শতরূপা : I am a very quiet person .

আনিস : বাঃ , তা হলে আমরা একটা person বা ব্যক্তিকে describe করার মতো অনেকগুলো adjective শিখলাম ।

শতরূপা : হ্যাঁ , যেমন happy, busy, worried, naughty , quiet.

আনিস : এ রকম অসংখ্য adjective আছে । এবার শতরূপা আমি চারটি করে adjective বলছি,তুমি এর মধ্য থেকে একটা বেছে নাও, এবং ঐ adjective টা দিয়ে একটা sentence তৈরি করো।

প্রথম চারটি adjective হচ্ছে : worried, hungry, thirsty , calm

শতরূপা : আমি বেছে নিলাম hungry,

আনিস : বেশ , তা হলে তোমার বাক্যটা কি হবে ?

শতরূপা : I needed to eat something because I was so hungry.

আনিস : এবারের adjective গুলো হচ্ছে

Satisfied, confused, thirsty, dirty

শতরূপা : Thirsty

আনিস : এবার বাক্য তৈরি করোতো।

শতরূপা : If you are thirsty, get a drink from the refrigerator .

আনিস : বাঃ এবার আরও এক গুচ্ছ শব্দ দিচ্ছি : cold, warm, tired , nervous .

শতরূপা : warm,

আনিস : আর বাক্যটা ?

শতরূপা : My friend sent me warm wishes on my Birthday .

আনিস : আর শ্রোতাদের প্রতিও আজকে আমাদের ওঠার আগে উষ্ণ শুভেচ্ছা জানানোর সময় হয়ে এলো।

শতরূপা : তবে তারও আগে জানিয়ে রাখি যে Talk2US এর ভিডিও সংস্করণও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে । আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com

আনিস: তা হলে Talk2US ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে

শতরূপা : আমি , শতরূপা বড়ুয়া

আনিস : আর আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।

please wait

No media source currently available

0:00 0:04:27 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG