অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যাঙ্ককের বিস্ফোরণে সন্দেহভাজন একজনকে খোঁজা হচ্ছে


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বলেছেন যেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে কর্তৃপক্ষ সেখানকার security camera footage দেখে সন্দেহভাজন কয়েকজনের সন্ধান চালাচ্ছে । উল্লেখ করা যেতে পারে যে রাজধানী ব্যাঙ্ককের এরাওয়ান মন্দিরে বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ১২০ জন আহত হয়েছে।

তিনি বলেন যে দেশটিকে নানান কারণে ধ্বংস করার জন্য কিছু লোক রয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন যে ধ্বংসের এই চলমান চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে , অজ্ঞাত কারণে যার লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতি , পর্যটন নষ্ট করা। তিনি আরও বলেন যে সরকার সেই সব অপরাধী এবং তাদের চক্রকে খুঁজে বের করার চেষ্টা করবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে।

কর্তৃপক্ষ বলছে যে সোমবার রাতের ঐ বিস্ফোরণের অল্প আগে CCTV footage এ একজন সন্দেহভাজনকে দেখা গেছে , যার সন্ধান চালানো হচ্ছে । মঙ্গলবার প্রকাশিত ঐ ভিডিওতে দেখা গেছে যে একজন লোক তার পিঠে বহনকারী ব্যাগ একটি বেঞ্চে নামিয়ে রেখে হাঁটা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে যে অল্প পরই ঐ বিস্ফোরণ টি ঘটে।

XS
SM
MD
LG