অ্যাকসেসিবিলিটি লিংক

• ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ইংলিশ চ্যানেলের সুড়ঙ্গ পথ বন্ধ


একটি ট্রাকে আগুন লেগে যাওয়ার কারণে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ইংরিশ চ্যানেলের সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে গেছে।

টানেল পরিচালনাকারী সংস্থা ইউরোটানেরল আজ জানায় যে ধোয়ার কারণে তারা ট্রেন চলাচল বন্ধ রেখেছে এবং এর কারণ অনুসন্ধান করে দেখছে। পুলিশ বলছে যে ফ্রান্সের দিকে ঐ সুড়ঙ্গের মুখে ট্রাকে আগুন ধরে যাওয়ায় এই ধোয়া দেখা দিয়েছে। তবে কেউই হতাহত হয়নি।

ইউোরোস্টার ট্রেনটি ইংলিশ চ্যানেলের ভেতর দিয়ে যায় এবং তারা বলছে যে ঐ সুড়ঙ্গের উত্তর দিকে ধোয়া দেখা দেয়।

কোম্পানিটি বলছে যে আজ শনিবার ঐ পথে কোন ট্রেন চলাচল করবে না এবং যাত্রীদের তাদের সফর পরিকল্পনা বাতিল করতে বলেছে।

প্যারিসে গত সপ্তার সন্ত্রাসী হামলার পর ইউরোপীয় দেশগুলো উচ্চতর সতর্ক অবস্থায় রয়ে ��_ �8}h�S�গীর সঙ্গে নির্দ্বিধায় একাত্ম ঘোষণা করছি।

মি ক্যামেরন বলেন যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয়ই যে সব লোক তাঁর কথায় , আমাদের ক্ষত করতে চায় তাদের কাছ থেকে হুমকির সম্মুখীন। তিনি বলেন যে ইসলামি উগ্রপন্থি যারা পশ্চিমকে আক্রমণ করতে চায় তার এক ধরণের উন্মাদনাপূর্ণ বিষাক্ত আদর্শ অনুসরণ করছে।

সন্ত্রাসীদের অব্যাহত সন্ধানের সময়ে গতকাল শুক্রবার বেলজিয়াম , ফ্রান্স , জার্মানী এবং আইয়ারর‌্যান্ড থেকে ২৪ জনের ও বেশি সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক কা হয়। গোটা অঞ্চল থেকেজুড়ে সম্ভাব্য আক্রমণের জন্যে সতর্কাবস্থা অব্যাহত আছে।

XS
SM
MD
LG