অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ায়, উগ্রপন্থিরা দেশের গণতান্ত্রিক বির্বতনকে বিপথগামি করে তুলছে


তিউনিসিয়ায়, বিরোধি দলের অগ্রগন্য এক ব্যক্তির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ জনাতে হাজার হাজার মানুষ সড়ক-বিক্ষোভ-সমাবেশে জমায়েত হন - সেই সঙ্গে আশংকার উদ্রেগ ঘটছে যে , উগ্রপন্থিরা দেশের গণতান্ত্রিক বির্বতনকে বিপথগামি করে তুলছে ।
খবরাখবরে বলা হচ্ছে – প্রতিবাদ বিক্ষোভকারিরা তিউনিসের কেন্দ্রস্থলে প্রধাণ সড়ক হাবিব বুরগীবা বুলেভার্ডে যানজট সৃষ্টি করে – তারা বামপন্থী রাজনীতিক চোকরি বেলায়েদের হত্যায় ধিক্কার জানিয়ে শ্যেম শ্যেম ধ্বনী দেয় ।
বিক্ষোভকারীদের অন্যান্যেরা জমায়েত হয় তিউনিসিয়ার আশপাশের শহর/জনপদগুলোতে – ঠিক যেভাবে কিনা দেশটিতে বহূলাংশেই শান্তিপূর্ণ বিপ্লব সংঘটিত হয়েছিলো বছর দু’ই আগে ।
বিরোধি পক্ষিয় পপুলার ফ্রন্টের অন্যতম নেতা বেলায়েদ গুলিবিদ্ধ হন তিউনিসে তাঁর বাড়ির বাইরে – ঘন্টা কয়েক আগেই । তাঁর ঐ হত্যায় মানুষ হতচকিত হয় – ক্ষুদ্ধ:ক্রুদ্ধ হয় – ধর্মান্ধ উগ্রবাদীরা তিউনিসিয়ার গণতন্ত্র উত্তরণকে ছিনিয়ে নিতে চাইছে , এরকম একটা আশংকা মাথা চাড়া দেয় ।
XS
SM
MD
LG