অ্যাকসেসিবিলিটি লিংক

নিজের এলাকা প্রতিরক্ষার অধিকার তুরস্কের আছে : প্রেসিডেন্ট ওবামা


প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে সিরীয়-তুর্কি সীমান্ত বরাবর মঙ্গলবার যে রাশিয়ার একটি জঙ্গি বিমানকে ভূপাতিত করা হয় তাতে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে যে চলমান সমস্যা রয়েছে তারই প্রমাণ পাওয়া যায় এবং নিজের এলাকা ও আকাশ সীমা রক্ষার করার অধিকার তুরস্কের রয়েছে ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলান্দ এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন যে রাশিয়ার Su-24 বিমান ভূপাতিত করার ব্যাপারে এখন ও তথ্য সংগ্রহ করা হচ্ছে তবে তিনি এ কথাও বলেন যে রাশিয়ার সামরিক বিমানগুলো তুরস্কের সীমান্তের কাছাকাছি সিরিয়ার মধ্যপন্থি বিরোধী গোষ্ঠিগুলোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তিনি যে কোন ধরণের উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান এবং বলেন যে এই ঘটনা সিরীয় সংঘাতের দ্রুত কুটনৈতিক নিস্পত্তির প্রয়োজনীয়তার দিকেই ইঙ্গিত করছে।

এর আগে তুরস্কের এফ সিক্সটিন বিমান রুশ জেটকে গুলি করে ভূপাতিত করার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ককে এই বলে অভিযুক্ত করেন যে তুরস্ক রাশিয়াকে পেছন থেকে ছুরিকাঘাত করেছে এবং তুরস্ক সন্ত্রাসবাদকে সমর্থন করছে।

XS
SM
MD
LG