অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন রুশ জঙ্গি জেট বিমান ভূপাতিত করার জন্য তারা ক্ষমা চাইবে না


NATO Turkey Russia
NATO Turkey Russia

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত ডাভুটোলু সোমবার বলেছেন গত সপ্তাহে তুরস্ক সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গি জেট বিমান ভূপাতিত করার জন্য তারা ক্ষমা চাইবে না।

ব্রাসলসে নেটোর প্রধান ইয়েনস স্টোলটেনবার্গের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন দেশের আকাশ সীমা সুরক্ষার লক্ষ্যে তুর্কী বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। ডাভুটোলু আরও বলেন তিনি আশা করছেন ওই ঘটনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন তা তিনি পুনরবিবেচনা করবেন।

নিষেধাজ্ঞার ফলে কিছু তুর্কী পন্য রাশিয়া আমদানি করবে না, যে তুর্কী কর্মীরা রাশিয়ায় কাজ করছে তাদের কনট্রাক্টের মেয়াদ বাড়ানো হবে না, এবং রাশিয়ায় যে তুর্কী কম্পানিগুলো আছে তাদের তৎপরতার উপর প্রভাব পড়বে।

XS
SM
MD
LG