অ্যাকসেসিবিলিটি লিংক

তুষারধসে অন্তত ১২ জন নেপালী শেরপা গাইড নিহত



নেপালের হিমালয় পর্বতমালায় তুষারধসে অন্তত ১২ জন স্থানীয় গাইড নিহত হয়েছেন। বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে তবে আরও অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন।

নেপালের পর্যটক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে গাইডদের সকলেই শেরপা ছিলেন। পর্বতারোহণ মরসুমের শুরুতেই আরহণের পূর্ব প্রস্তুতির কাজগুলো করতেই তারা সেখানে গিয়েছিলেন।

কর্মকর্তা জানান, শুক্রবার সকাল প্রায় সাড়ে ছ’টার দিকে ‘পপকর্ন ফিল্ড’ এলাকায় তূষারধসের ঘটনাটি ঘটে।

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেষ্টে এই প্রথমবারের মত মারাত্মক ধরনের দূর্ঘটনা ঘটলো এবং এ বছর পর্বত আরহণ সরসুমের শুরুতেই এত বিশল তুষারধসে নামে।

এডমুন্ড হিলারি ও তেনজিং নগ্রে ১৯৫৩ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় আরোহণ করার পর থেকে হাজার হাজার পর্বতারোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। দূর্ঘটনায় এপর্যন্ত প্রায় দু’শ পঞ্চাশ জন মৃত্যুবরণ করেছেন।
XS
SM
MD
LG