অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামি স্টেট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ২৩ জন ইরাকী সৈন্য নিহত


ইরাকের আনবার প্রদেশে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ২৩ জন ইরাকি সৈন্য এবং সরকারী পন্থি যোদ্ধারা নিহত হয়েছে। ঘটনাটি ঘটে একটি সামরিক ঘাটির কাছে যেখানে যুক্তরাষ্ট্রের সৈন্যরা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে।

মঙ্গলবার আল বাগদাদী শহরের কাছে সামরিক সমাবেশে এবং পুলিশ ও সেনাবাহিনীর অবস্থানের উপর একাধিক বার ঐ আক্রমণে আরও বহু লোক আহত হন।

ইসলামিক স্টেটের বিদ্রোহীদের তরফ থেকে বন্দুকের গুলি এবং নিয়মিত হয়রানি সত্বেও আনবার প্রদেশে যুক্তরাষ্ট্রের সৈন্যরা এই ডিসেম্বর মাসে ইরাকী নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে।

পেন্টাগণের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলছেন যে ঐ আল আসাদ ঘাটিতেঁ প্রায় ৩২০ জন মার্কিন সৈন্য রয়েছে যারা ইরাকী বাহিনীকে পরিকল্পনায় সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে।

XS
SM
MD
LG