অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইউক্রেনের নেতৃবর্গের সঙ্গে রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা করবেন


U.S. Vice President Joe Biden (L) shakes hands with Ukrainian and U.S. officials upon his arrival at Boryspil International airport outside Kiev April 21, 2014. Biden will announce a package of technical assistance focused on energy and economic aid distr
U.S. Vice President Joe Biden (L) shakes hands with Ukrainian and U.S. officials upon his arrival at Boryspil International airport outside Kiev April 21, 2014. Biden will announce a package of technical assistance focused on energy and economic aid distr
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের অস্থায়ী প্রেসিডেন্ট এবং প্রধান মন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য কিয়েভ পৌছন। তিনি এমন সময় সেখানে গেছেন যখন ইউক্রেনের পুর্বাঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। সঙ্কট নিরসনের লক্ষ্যে চুক্তি হয়েছে।

হোয়াইট হাউস এর কর্মকর্তারা বলেছেন সাংবিধানিক সংস্কারে অগ্রগতি সাধনে সাহায্য করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা এবং ওবামা প্রশাসনের কর্মকর্তারা যাকে বলছেন ২৫ মে অবাধ ও নিরপেক্ষ প্রেসিডেন্ট নির্বাচন সে সব বিষয়ে বাইডেন আলোচনা করবেন।

মঙ্গলবার বাইডেন প্রধানমন্ত্রী আরসেনন ইয়াটসেনইউক ও প্রেসিডেন্ট অলেকসান্ডার টুর্চইনভ এবং ইউক্রেন সরকারের অস্থায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ইউক্রেনের আইন প্রনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। তিনি বর্তমানের ইউক্রেন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের উচ্চ পর্যায়ের বার্তা পাঠাচ্ছেন।
XS
SM
MD
LG