অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে ১২জন নিহত


পূর্ব ইউক্রেইনে, সরকারী বাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে লড়াইয়ে অন্তত ১২জন মারা গেছে। এ মাসের গোড়ার দিকে দুপক্ষ একটি অস্ত্রবিরতির ঘোষণা দিলেও লড়াই অব্যাহত থাকে।

ইউক্রেইনের এক সামরিক মুখপাত্র বলেছেন, রোববার তাদের সাজ়োয়া বহরে হামলা হলে অন্তত ৯জন সেনা মারা যায়। ওদিকে, ডনেটস্কের সরকার বলেছে, ঐদিন বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে অন্তত ৩জন বেসামরিক নাগরিক মারা গেছে। আহত হয়েছে ৩২জন। সেপ্টেমবরের ৫ তারিখ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এতজন মারা যাবার খবর পাওয়া গেল।

এপ্রিলে লড়াই শুরু হওয়ার পর থেকে সেখানে অন্তত সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে।

ওদিকে, পূর্বের শহর খারখিভে, শহরবাসীরা সোভিয়ত নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ধ্বংস করেছে। এই মূর্তি রুশ ইতিহাসের অন্যতম দীপ্যমান প্রতীক হিসেবে পরিচিত।

XS
SM
MD
LG