ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত পুর্বাঞ্চলে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা, ইউক্রেনের একটি মিগ টুয়েন্টি নাইন জঙ্গী জেট বিমান গুলি করে ভূপাতিত করে।
এক সামরিক মুখপাত্র বলেছেন বৈমানিক বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাকে লুহান্সক এলাকা থেকে উদ্ধার করা হয়।
ইতিমধ্যে ফরাসী সংবাদ সংস্থা জানিয়েছে রেড ক্রস আন্তর্জাতিক কমিটির কর্মকর্তারা, রাশিয়ায় ইউক্রেনের সীমান্তের কাছে পৌছান। রাশিয়া থেকে যে ব্যাপক ত্রাণ সাহায্য এসেছে তা ইউক্রেনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কর্মকর্তারা ত্রাণ সামগ্রী পরীক্ষা করে দেখবেন।