ইউক্রেনিয়ান বাহিনী এবং রুশ পন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ রবিবারেও অব্যাহত রয়েছে। তদন্তকারীরা বিমান ভূপাতিত হওয়ার ঘটনাস্থলে এই তিনদিনের মতো তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ডনেট্সকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন দু পক্ষের মধ্যে গোলাবর্ষণে ৬জন নিহত হয়। এক কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন অনান্য তিন জন লুহান্সকে নিহত হন।
ইতিমধ্যে, মালায়েশিয়া এয়ার লাইন্সের ভূপাতিত ফ্লাইট ১৭ র শিকার আরও কয়েকজনের দেহাবশেষ রবিবার খারখিভে পৌছোয়। মরদেহ নেদারল্যান্ডসে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রস্তুতি হবে।
শনিবার আন্তর্জাতিক তদন্তকারীরা ভূপাতিত মালায়েশিয়া এয়ার লাইন্সের ধ্বংসাবশেষ থেকে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে।