অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের ডনেটস্ক শহরে গোলার আঘাতে ১৩ জন নিহত


ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে যে একটি গোলা পুর্বাঞ্চলের শহর ডনেট্স্ক ‘এর একটি ট্রলি বাসে আঘাত হানলে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে এবং এ জন্যে ইউোক্রেন ও রাশিয়া পরস্পরকে দায়ী করছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসনেুক সরকারী ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ঐ শহরে হামলার জন্য তাঁর কথায় “ রুশ সনন্ত্রাসীদের “ দায়ী করেন । শহরটি ইউক্রেনের সৈন্য এবং রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের কেন্দ্র বিন্দুতে রয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ বলেন যে তাঁর কথায়, “ উস্কানী দেওয়ার জন্য” এবং মনবতার বিরুদ্ধে অপরাাধ সংঘটনের জন্যে ইউক্রেনের সৈন্যরাই দায়ী।

এরই মধ্যে ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ বলছে যে কয়েক মাস ধরে পরিবহন যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ রাখার লড়াইয়ের পর সৈন্যরা ডনেটস্ক শহর থেকে সরে এসছে। রুশ পন্থি বিচ্ছিন্নতাবাদীরাও সেখানকার এবং বিদ্রোহী অঞ্চলের উত্তরে অবস্থিত বিমান বন্দরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে

XS
SM
MD
LG