অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের সৈন্যরা বিদ্রোহীদের শক্ত ঘাটিঁর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে


ইউক্রেনের সৈন্যরা দেশের পুর্বাঞ্চলে বিদ্রোহীদের শক্ত ঘাটিঁ Slovyansk এর নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নিয়েছে। রাতভর লড়াইয়ের পর সৈন্যদের সেখানে ইউক্রেনের পতাকা উত্তোলনের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ।

কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সরকারী বাহিনীর মর্টার আক্রমণের মুখে রুশ পন্থি বিদ্রোহীরা শহরটি ছেড়ে চলে যায়। বিদ্রোহীরা এপ্রিল মাসে Slovyansk এর প্রশাসনিক ও পুলিশ ভবন দখল করার পর থেকে তারাই শহরটি নিয়ন্ত্রণ করছিলো।

সরকারের ঐ শহর পুনর্দখল , কয়েক মাস ব্যাপী এই বিদ্রোহ দমনে , এক ব্যতিক্রমী বিজয়।

মনে করা হচ্ছে বিদ্রোহীরা Slovyansk থেকে নিকটবর্তী Kramatorsk, শহরে নিজেদের ঘাটিঁ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে , তবে ঐ অঞ্চলের সংবাদদাতারা বলছেন যে পরে দেখা গেছে যে তাদের মধ্যে অনেকেই Kramatorsk, শহর থেকে বেরিয়ে পড়ছে।

XS
SM
MD
LG