অ্যাকসেসিবিলিটি লিংক

সশস্ত্র সৈন্য বোঝাই সাঁজোয়া যান বহর রূশ ঝান্ডা দুলিয়ে ঢুকে পড়েছে য়ুক্রেইনের স্লোভিয়ান্সক শহরে


সশস্ত্র সৈন্য বোঝাই সাঁজোয়া যান বহর – গাড়ির ছাদের ওপর অস্ত্র ওঁচানো সৈন্য নিয়ে – রূশ ঝান্ডা দুলিয়ে গড়গড়িয়ে ঢুকে পড়েছে রাশিয়ার সীমান্ত সংলগ্ন য়ুক্রেইনের স্লোভিয়ান্সক শহরের ভেতরে। সশস্ত্র জোয়ানদের ভেতর কেউ কেউ বলেছে- তারা য়ুক্রেইন বাহিনীর সৈন্য, দল পাল্টিয়ে,শহরের অনেক ক’টি ভবন-অট্রালিকা নিয়ন্ত্র করছে এমোন রূশপন্থিদের সঙ্গে যোগ দিয়েছে।সশস্ত্র রূশ পন্থিরা ডোনে্টসকে পৌর দফতরের নগর ভবনগুলোও কব্জায় রেখেছে।এই ডোনে্টসক্ হ’লো দ্বিতীয় শহর যেখানে বিচ্ছিন্নতাবাদীরা গণভোট চাইছে- চাইছে য়ুক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যোগ দিতে।
য়ুক্রেইন ঐসব ভবন-অট্রালিকা ফেরত নেবার চেষ্টায় মঙ্গলবার অভিযান চালায়।কোনো গোলাগুলি চলেছে কিনা-হতাহত কেউ হ‘লো কিনা অথবা কার কোথায় নিয়ন্ত্রণ রয়েছে ,এসব প্রশ্নে পরস্পর বিরোধি খবরাখবর শোনা গিয়েছে।
নেটো মহাসচীব আন্দ্রে ফো রাসমিউসেন বলেছেন-পূর্বাঞ্চলিয় য়ুরোপে এ মৈত্রিজোট তার সামরিক উপস্থিতি জোরদার করতে অবিলম্বে গ্রহনীয় বেশ কিছু পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে- রাশিয়ার অগ্রাভিযানের প্রতুত্তরে।
রূশ প্রেসিডেন্ট Vladimir Putin বলছেন- য়ুক্রেইনের চারিয়ে ওঠা সংকট দেশটিকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে।
XS
SM
MD
LG