অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন নিয়ন্ত্রিত খারকিফ শহরে বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত


ইউক্রেন নিয়ন্ত্রিত খারকিফ শহরে রবিবার এক বোমা বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হয়। ওদিকে সরকারের সমর্থকরা সেখানে এবং অন্যান্য স্থানে ক্রেমলিনপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের প্রথম বার্ষিকী উদযাপন করে। কর্তৃপক্ষ বলেছে ইয়ানুকোভিচের পতন উদযাপনের বার্ষিকীতে এক কুচকাওয়াজে বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়। সামরিক কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে বিবদমান দুই পক্ষ তাদের ভারী অস্ত্র সে দেশের পুর্বাঞ্চলের সম্মুখ রণাঙ্গন থেকে প্রত্যহার করতে সম্মত হয়েছে। শান্তি পরিকল্পনা যা এর আগে বারবার লঙ্ঘিত হয় তা বাস্তবায়ন করার এটা একটা ইতিবাচক লক্ষণ।কর্মকর্তারা বলেন রুশ পন্থী বিদ্রোহীরা আগামী দুই সপ্তাহে অস্ত্র প্রত্যাহার সম্পন্ন করার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করে। বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হয় বিদ্রোহীরা রবিবার তাদের অস্ত্র প্রত্যাহার শুরু করতে পারে।বিদ্রোহীরা সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে তারা চুক্তি সাক্ষর করেছে।

XS
SM
MD
LG