অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার সংকটময় পরিস্থিতির জন্য ইস্রায়েল এবং হামাসের জংগীরা দায়ী ঃ বান কি মুন


জাতিসংঘের মহা সচিব বান কি মুন বলেন, যুদ্ধ বিদ্ধস্ত গাজার সংকটময় পরিস্থিতির জন্য ইসরায়েল এবং হামাসের জংগীরা দায়ী।

সোমবার জাতিসংঘের প্রধান বিশ্ব নেতাদের সংগে একযোগে অতিসত্তর যুদ্ধ বিরোতীর আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে দ্বায়িত্বহীন আচরণ করার জন্য অভিযোগ করেন। তিনি বলেন, “যে পন্থায় তা্রা লড়াই করছে তা নৈতিক ভাবে ভুল।” তিনি বললেন, “মানবতার খাতিরে সহিংতা অবশ্যই বন্ধ করা উচিত।”

কিন্তু ইস্রায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, তাতক্ষনিক অস্ত্র বিরতী গ্রহণ যোগ্য নয়। তিনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশবাসীকে জানান,--তাঁর ভাষায়, “হামাসের বিরুদ্ধে অভিযান দীর্ঘ দিন চলবে আর তার জন্য তারা যেন প্রস্তুত থাকে।”

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি অনুমোদন করেছে সেখানে ইস্রায়েল ও হামাসের মধ্যে মানবিক অস্ত্র বিরতি “অবিলম্বে এবং শর্তহীন ভাবে” করার আহ্বান জানানো হয়েছে। তবে ইস্রায়েলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ওই দাবী প্রত্যাখ্যান করেন। তিনি জাতিসংঘের প্রধান বান কি মুনকে বলেন যে তারা শুধু “হত্যাকারী সন্ত্রাসী গ্রুপ যারা ইসরায়েলী অসামরিক লোকজনদের উপর হামলা চালায় তাদের প্রয়োজন মোকাবেলা করে” কিন্তু ইহুদী রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনীয়তার বিষয়টি উপেক্ষা করে।

XS
SM
MD
LG