অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে প্রত্যাহার পরবর্তি যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে হোয়াইট হাউস-পেন্টাগন আলোচনা


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা বলেছেন – আফগানিস্তানে , ২ হাজার ১৪ সালের যোদ্ধৃবাহিনীর সৈন্যসামন্তের প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি কতোখানি বজায় রইবে সে বিষয়টি এখন প্রতিরক্ষা দফতর ও হোয়াইট হাউস আলোচনা করে দেখছে ।
প্রতিরক্ষামন্ত্রী প্যানেটা সোমবার সামরিক উড়োজাহাজে করে অস্ট্রেলিয়া যাওয়ার পথে সাংবাদিকদের বলেন – আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জন এ্যালেন সন্ত্রাস প্রতিরোধে মদত দান ও আফগান সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ বিষয়ক পরিকল্পনা পেশ করেন ।
যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান ভবিষ্যতে দেশ দু’টির মধ্যে সম্পর্কের রূপরেখা কেমন দাঁড়াবে তাই নিয়ে কৌশলগত শরিকানা সম্পর্কের একটি চুক্তিতে সই করে মে মাসে ।
���v ��P�Z�1P��ন নি – তবে বলা হয়েছে যে পেট্রিয়াস তদন্তের সঙ্গে এর যোগসূত্রীতার স্পষ্ট সম্ভাবনা রয়েছে । জিল কেলী পেট্রিয়াসের বান্ধবী এবং এই মহিলাই , পেট্রিয়াসের সম্পর্ক ছিলো যাঁর সঙ্গে এবং যে সম্পর্কের কারণে শেষমেষ গেলো শুক্রবার বাধ্য হয়ে তাঁকে পদত্যাগ করতে হয় , সেই নারী তাঁকে হূমকিধামকি দিয়ে ই-মেইল পাঠিয়েছেন বলে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI-এর কাছে অভিযোগ করেছিলেন । ঘটনায় জেনারেল এ্যালেনের সংশ্লিষ্টতার বিষয়টি FBI প্রতিরক্ষা দফতরের কাছে উত্থাপন করে রবিবারে এবং প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেটা ঘটনা সম্পর্কে তদন্তের জন্যে পেন্টাগনের inspector general-কে সেইমতো নির্দেশ দেন ।
অসঙ্গত কিছু করার কথা জেনারেল এ্যালেন অস্বীকার করেছেন এবং তদন্ত চলতে থাকা অবস্থাতে আফগানিস্তানে সর্বময় কতৃত্ব সম্পন্ন তাঁর পদাধিকার পূর্ববতই বহাল রইবে ।
XS
SM
MD
LG