অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, বললেন আব্দুল্লাহ


 现场记者 (美国之音章真拍摄)
现场记者 (美国之音章真拍摄)

আফগান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলছেন যে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ক্ষমতা ভাগাভাগির সরকার গঠনের পর এই প্রথম তিনি এবং প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্র সফর করছেন।

এই দু জন নেতা এরই মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মিঃ আব্দুল্লাহ এই সব বৈঠকে সারগর্ভ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।

ভয়েস অফ আমেরিকার আশনা টেলিভিশনকে তিনি বলেন যে এটা ছিল এক বিরল মূহুর্ত এবং দু দেশের অব্যাহত ভালো সম্পর্কের ওপর এর ভালো প্রভাব পড়বে।

এটা লক্ষ্য করার বিষয় যে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে টান টান সম্পর্কের বিপরেীতে এই সম্পর্ক ছিল অত্যন্ত ইতিবাচক। মি আব্দুল্লাহ বলেন যে সেপ্টেম্বর মাসে তিনি এবং মি গণি দায়িত্ব নেওয়ার পর আফগান জনগণ এবং বিশ্বব্যাপী তাঁর দেশের সহযোগীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।

XS
SM
MD
LG