অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট নিয়ে কুয়েতে আলোচনায় বসেছেন প্রতিরক্ষা মন্ত্রী কার্টার


কুয়েতে যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং কুটনীতিকদের নিয়ে বৈঠকে বসেছেন। ইসলামিক স্টেটের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা নিয়ে তাঁরা আলোচনা করবেন।

আরিফজানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আফগানিস্তান থেকে বিমান যোগে কুয়েত সিটিতে এসেছেন এই আলোচনায় যোগ দিতে। সামরিক কর্মকর্তারা ছাড়াও জর্ডান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরাও এই আলোচনায় অংশ নিচ্ছেন।

পেন্টাগন জানিয়েছে, মিঃ কার্টার, তাঁদের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার জন্যে কুয়েতের আমীর এবং সামরিক প্রধান সাবাহ-আহমাদ-আল-জাবের-আল-সাবাহ এবং প্রতিরক্ষামন্ত্রী খালিদ-আল-জাররাহ-আল-সাবাহকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন।

কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এবং কুয়েত প্রতিদিন ইরাক এবং সিরিয়ায় জঙ্গী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়।

XS
SM
MD
LG