অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ব্যয় হ্রাস ও কর বৃদ্ধির বসন্তকালীন কর্মসূচী


এই যে যুক্তরাষ্ট্রে এখন সেকোসট্রেশান বা সাময়িক দেনা পরিশোধ বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে- যার আওতায় আপনা আপনি অবধারিত অটোমেটিক ব্যয় হ্রাস ও কর বৃদ্ধি আরম্ভ হবার কথা , প্রেসিডেণ্ট ওবামা সেটা প্রলম্বিত করবার জন্যে কংগ্রেসকে অনুরোধ করেছেন – বলেছেন , স্বল্প মেয়াদি ব্যয় হ্রাস ও উচ্চতর কর হার ঐ আপনা আপনি অবধারিত বসন্তকালিন বন্দোবস্ত পরিহার করতে মদত দিতে পারে । ইতিমধ্যে , কংগ্রেসিয় বাজেট দফতর বলছে ২ হাজার ১৩ সালে অর্থনীতির বৃদ্ধি হবে মন্থর গতিতে । ওদিকে , যুক্তরাষ্ট্রের জাতিয় বাজেট ঘাটিতির পরিমান বিপূল । কংগ্রেসিয় বাজেট দফতরের আগাম আঁচ অনুমানে বলা হচ্ছে এ বছর এ ঘাটতি ৮৪ হাজার ৫ শ’ কোটি ডলার কমবে এবং এভাবে মোট ঘাটতির পরিমান এক লক্ষ কোটি ডলারের নিচে নেমে যেতে পারে , প্রথম বারের মতো । বিষয়টি নিয়ে আমরা কথা বলি বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবিদ ডক্টর হাসান ইমামের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।obama sequestration
please wait
Embed

No media source currently available

0:00 0:03:37 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG