অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাস্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ নানা বিষয়


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের ২০১৪ সালের মানবাধিকার পরিস্থিতির তথ্য উপাত্তের ভিত্তিতে তৈরি করা বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে অন্যান্য দেশের মত বাংলাদেশের মানবাধিকার সমস্যা গুলোও তুলে ধরা হয়। এ সম্পর্কে প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, দেশটির মানবাধিকারের বড় সমস্যাগুলো হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অনলাইন ও মিডিয়ার ওপর বিধি নিষেধ, শ্রমিকদের কর্মক্ষেত্রের নাজুক অবস্থা এবং তাদের অধিকার বঞ্চিত হওয়ার ঘটনা। বৃহস্পতিবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রতিবেদনটি উপস্থাপন করেন যাতে বলা হয়েছে এতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর নিয়ন্ত্রণ রক্ষায় ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়াও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে দেয়া হয়েছে দায়মুক্তি।

তাদের দারা এ কারণেও মানবাধিকারের লংঘন হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের অন্য মানবাধিকার সমস্যার মধ্যে রয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও অন্যান্য অন্যায়, সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি, খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও আটক, দুর্বল বিচারিক সক্ষমতা ও স্বাধীনতা এবং বিচারের আগে দীর্ঘ সময় আটক রাখা।

সরাসরি লিংক

XS
SM
MD
LG