অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে ফিরে এসে ওবামা অভিবাসন নীতিমালা সংস্কারে হাত দেবেন


immigration
immigration

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনের পথে রওনা হযেছেন। একপাক্ষিক ভাবে দেশের অভিবাসন নীতিমালা সংস্কারের তার পরিকল্পনাকে কেন্দ্র করে বিরোধী দলের আইন প্রণেতাদের সঙ্গে এক কলহপূর্ণ রাজনৈতিক দ্বন্দ্বের মুখমুখি হবেন তিনি দেশে।

হোয়াইট হাউসে তার সহকারীরা বলেন মি ওবামা, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পর, এশিয়া থেকে ফিরে এসে আগামী দিনগুলোতে পদক্ষেপ নিতে পারবেন যাতে ৫০ লক্ষ অভিবাসী যারা অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে আছেন তাদের বহির্সমর্পন থেকে রক্ষা করতে পারবেন।

G20 অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের পর ব্রিসবেন ত্যাগ করার সময় আবারও বলেন তিনি তার কার্যনির্বাহী ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত, এবং তা কংগ্রেসকে পাশ কাটিয়ে যেতে দেবে, যাতে তিনি ব্যাপক অভিবাসন সংস্কার করতে পারেন। তিনি আবারও বলেন তিনি আশা করছেন যে কংগ্রেস সার্বিক সংস্কার সাধন করবে কিন্তু তারা তা না করলে, তার নিজের উদ্যোগে সেটা না করাটা অন্যায় হবে।

XS
SM
MD
LG