অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা এবং মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভারত সফরের সময় পারমানবিক চুক্তির অচল অবস্থার নিরসন করেছেন


ኢትዮጵያዊቷ አልማዝ አያና የዓለምን ክብረወሰን የሰበረ ድል በሪዮ በ10ሽህ ሜትር አስመዘገበች!
ኢትዮጵያዊቷ አልማዝ አያና የዓለምን ክብረወሰን የሰበረ ድል በሪዮ በ10ሽህ ሜትር አስመዘገበች!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রবিবার, দীর্ঘ দিনের থেমে থাকা পারমানবিক চুক্তির অচল অবস্থার নিরসন করেছেন। উভয় নেতা উল্লেখ করেন যে আরও ঘনিষ্ট কূটনৈতিক সম্পর্কের পেছনে রয়েছে তাদের বন্ধুত্ব।

ভারতে পৌছনোর কয়েক ঘন্টা পর আমেরিকান নেতা বলেন দুদেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তিনি এবং মি মোদী একমত হয়েছেন।

মি মোদী বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে।

মি ওবামা তিন দিনের সফরে ভারতে গেছেন। তিনিই হবেন প্রথম আমেরিকান যিনি সে দেশের গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

XS
SM
MD
LG