অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য হতে পারে নেটো: অ্যাশ কার্টার


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য হতে পারে নেটো। ব্রাসেলসে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এর আগে, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোট রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের প্রতি অ্যাশ কার্টার, ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তার আবেদন জানান।

ব্রাসেলসে কার্টার ২৪ টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন । কোন কোন মন্ত্রীর সঙ্গে তিনি একান্তে কথা বলেন। তবে প্রকাশ্যেও তিনি জোটের কোন কোন দেশকে এ ব্যাপারে আদৌ কিছু না করার জন্য তিরস্কার করেন। অবশ্য ঐসব দেশের নাম তিনি উল্লেখ করেননি।

প্রতিরক্ষা মন্ত্রী কার্টার বলেন যে, তিনি সামরিক অভিযান চালানোর একটি পরিস্কার পরিকল্পনা তুলে ধরবেন।

কার্টার বলেন, ইসলামিক স্টেটকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র, তাদের এই অভিযানের বিষয়ে অবহিত করবে এবং যথা শিগগিরই তাদের পরাস্ত করতে হবে।

XS
SM
MD
LG