অ্যাকসেসিবিলিটি লিংক

ফিসক্যাল ক্লিফের মুখোমুখি যুক্তরাষ্ট্রের নেতারা


যুক্তরাষ্ট্রের নেতারা ক্রমশই বছর শেষের কথিত ফিসক্যাল ক্লিফ বা অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছেন যার ফলে বাধ্যতামূলক ভাবে ব্যয় হ্রাস করা হবে , প্রায় সকলেরই কর বৃদ্ধি ঘটবে আর এরই মধ্যে সমঝোতা না হলে দেশটিতে আরও একবার মন্দা পরিস্থিতি হবে।

কংগ্রেসের নেতারা আজ রোববার একটি সমঝোতা চুক্তিতে পৌছুনোর চেষ্টা করছেন যার ফলে করের হার সব চেয়ে ধনী বাদে সকলের জন্যে বর্তমান পর্যায়ে থাকবে ।

সেনেট এবং প্রতিনিধি পরিষদ উভয়ই রোবারে ব্যতিক্রমি অধিবেশনে বসছে । তাদের নেতারা হোয়াইট হাউজের সঙ্গে সমঝোতায় পৌছুলে যাতে করে দ্রুত সেটার পক্ষে ভোট দেওয়া যায় সে জন্যেই এই ব্যবস্থা। শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন এবং বলেন যে করের হার বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ।

প্রেসিডেন্ট বলেন যে আমেরিকান জনগণ আমাদের দিকে চেয়ে আছে। আর ধৈর্যের বাঁধ বেঙ্গে যাচ্ছে জনগণের। আমাদের অর্থনীতিতে রাজনৈতিক ভাবে এই ক্ষত সৃষ্টি করতে আমরা দেবো না। অর্থনীতির প্রবৃদ্ধি ঘটছে কিন্তু সেটা রাখতে হলে ওয়াশিংটোনে জনপ্রতিনিধিদের সক্রিয় হতে হবে।
XS
SM
MD
LG